কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
জি.পি.ও বক্স নং-৪৮, কুমিল্লা-৩৫০০।
ফোন: ০২৩৩৪৪০৬২০০, ই-মেইল: inmascomilla.baec@gmail.com
আমাদের সম্পর্কে
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের একটা দিক হল চিকিৎসা ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহার। পরমাণু চিকিৎসা একটি বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি যেখানে রোগ নির্ণয় এবং চিকিৎসা জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চিকিৎসা ক্ষেত্রে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে দেশের সরকারী মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে ১৪টি পরমানু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্র পরিচালনা করছে। পরমাণু চিকিৎসা এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্র কুমিল্লা তাদের মধ্যে একটি। কেন্দ্রটি সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ। কেন্দ্রে একটি SPECT গামা ক্যামেরা, একটি প্লানার গামা ক্যামেরা, থাইরয়েড আপটেক সিষ্টেম, বোন মিনারেল ডেনসিটোমিটার, আল্ট্রাসনোগ্রাম, কালার ডপলার, দ্বি/ত্রি মাত্রিক আল্ট্রাসনোগ্রাম, সু-সজ্জিত RIA ল্যাবরেটরী আছে। তাছাড়া হাইপার থাইরয়েড এবং থাইরয়েড ক্যান্সার রোগীদের জন্য তেজস্ক্রীয় আয়োডিন থেরাপির ব্যবস্থা, টেরিজিয়াম রোগের শল্য চিকিৎসা পরবর্তী বিটা-রেডিয়েশন থেরাপি ব্যবস্থা আছে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
পরমাণু শক্তি তথা তেজস্ক্রিয় রেডিও আইসোটোপ ব্যবহার করে রোগ নির্ণয়, ক্ষেত্র বিশেষে চিকিৎসা এবং গবেষণা করা হয়। কুমিল্লা এবং এতদঅঞ্চলের জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করাই এ কেন্দ্রের মূল উদ্দেশ্য। চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি এতদঅঞ্চলের মেডিকেল ও কারিগরী কলেজের শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের এতদবিষয়ে শিক্ষাদান করাও একটি লক্ষ্য।
চলমান গবেষণা ও উন্নয়ন
গবেষণা কার্যক্রম:
বর্তমানে নিম্মলিখিত গবেষণা কার্যক্রম চলিতেছে :
উন্নয়ন কার্যক্রম (মানব সম্পদ):
উন্নয়ন কার্যক্রম (অবকাঠামো):
প্রদত্ত সেবা
অত্র ইনস্টিটিউট থেকে ২০১৭-১৮ইং সালে জুন মাস সর্বমোট ১৭৫৯৫ রোগীর রোগনির্ণয় বা চিকিৎসা সেবা দেয়া হয়েছে যার মধ্যে আইসোটোপ স্ক্যান ৬৮৬, RIA রোগীর সংখ্যা ৯২২১, আল্ট্রাসনোগ্রাফী রোগীর সংখ্যা ৭৫২৮, থাইরোটক্সিকসিস ৮০ এবং থাইরয়েড ক্যান্সার রোগীর সংখ্যা ৬০, বিটা অ্যাপ্লিকেশন রোগীর সংখ্যা ৯, ফলোআপ রোগীর সংখ্যা ৭৯৭ এবং বি.এম.ডি রোগীর সংখ্যা ১০১১।
তাছাড়া অত্র কেন্দ্রে নিয়মিতভাবে নিম্মবর্ণিত সেবা প্রদান করা হচ্ছেঃ-
Radionuclide Imaging :
Radionuclide Therapy:
Radioimmunoassay :
Ultrasound
Color Doppler:
BMD
অর্জন
যোগাযোগ/জনবল
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
জি.পি.ও বক্স নং-৪৮, কুমিল্লা-৩৫০০।
ফোন: ০২৩৩৪৪০৬২০০, ই-মেইল: inmascomilla.baec@gmail.com